* জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধি কমপ্লেক্স সরকারি বিশেষ গ্রন্থাগারের আধুনিকায়ন; শান্তিনিকেতন, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনে একটি গ্রন্থাগার স্থাপন;
* দেশের ৬৪টি জেলা/উপজেলায় ১০০০টি সরকারি/বেসরকারি গ্রন্থাগারে 'বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার' প্রতিষ্ঠা;
* আন্তর্জাতিক সহযোগিতা এবং পারস্পরিক সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সমৃদ্ধ করার লক্ষ্যে গণগ্রন্থাগার অধিদপ্তর এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগ 'লাইব্রেরি আনলিমিটেড' প্রকল্প বাস্তবায়ন;
* মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় গ্রন্থাগার দিবসের (৫ ফেব্রুয়ারি) অনুমোদন;
* ০৬টি জেলায় তিন তলা আধুনিক গ্রন্থাগার ভবন নির্মাণ;
* সাংগঠনিক কাঠামোতে নতুন ৩৬৬টি পদ সৃজন;
* ই-বুক পরিষেবা প্রদান করা।
সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:
জ্ঞানমনস্ক আলোকিত সমাজ বিনির্মাণে সর্বোচ্চ প্রয়াস নিয়োজিত করা গণগ্রন্থাগার অধিদপ্তরের মুখ্য কাজ। বিজ্ঞানভিত্তিক আধুনিক তথ্যপ্রযুক্তি-সম্বলিত সেবা প্রদান করা এ প্রয়াসের অন্তর্ভুক্ত। উক্ত লক্ষ্য অর্জনে দেশের ৭১টি সরকারি গণগ্রন্থাগারে বিগত তিন বছরে ২,৫১,১১২ সংখ্যক পুস্তক সরবরাহ করে ২৮,৪০,৮১১জন পাঠককে সেবা প্রদান করা হয়েছে। দেশব্যাপী বিভিন্ন জাতীয় দিবসভিত্তিক রচনা, বইপাঠ, চিত্রাঙ্কন,কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে ২১,৫৪৮ জন বিজয়ীদেরকে বই, ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবসটি প্রতিবছর বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে যথারীতি পালন করা হচ্ছে। দেশের লাইব্রেরিসমূহে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন প্রকল্পের মাধ্যমে মোট ১০০০টি সরকারি ও বেসরকারি গণগ্রন্থাগার এবং কারাগার গ্রন্থাগারসমূহে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে । গণগ্রন্থাগার অধিদপ্তরের পুরাতন ভবনটি ভেঙ্গে আধুনিক বহুতল ভবন নির্মাণের কাছ চলমান রয়েছে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বি এস এল ভবন-৩ এর ২য় তলায় এবং পাঠকদের পাঠকক্ষ ব্যবহারের জন্য আই ই বি ভবনে ভাড়া বাড়িতে সাময়িকভাবে স্থানান্তরিত করা হয়েছে । সকল গণগ্রন্থাগারে ইন্টারনেট গতি বৃদ্ধি করাসহ মাল্টিমিডিয়া(প্রজেক্টর, ডেক্মটপ, অডিও-ভিজ্যুয়াল, স্মার্ট টেলিভেশন, লেপটপ) সরবরাহ করা হয়েছে । অনলাইন লাইব্রেরি স্থাপনের মাধ্যমে ঘরে বসে গ্রন্থাগার সেবার মানকে স্মার্ট সেবায় বাস্তবায়নের লক্ষ্যে ই-বুক ক্রয় করা হয়েছে ।
২০২৪-২৫ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ: