১. সরকারি গণগ্রন্থাগারসমূহের অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প। |
|||
ক্রম |
বিষয় |
|
বিবরণ |
১. |
প্রকল্পের নাম |
: |
সরকারি গণগ্রন্থাগারসমূহের অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প। |
২. |
প্রকল্প পরিচালক (নাম, পদবী, মোবাইল) |
: |
মোছা: মরিয়ম বেগম, পরিচালক (উপসচিব), গণগ্রন্থাগার অধিদপ্তর। ফোন: ০২-২২২২২২৯৪৮২। |
৩. |
প্রকল্পের মেয়াদকাল |
: |
জুলাই, ২০২০ - জুন, ২০২৪। |
৪. |
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় |
: |
৪৯৯৮.৮৬ লক্ষ টাকা। |
৫. |
প্রকল্পের উদ্দেশ্য |
: |
১. দেশব্যাপী উপজেলা পর্যায় পর্যন্ত বিদ্যমান ৭১টি সরকারি গণগ্রন্থাগারের সাথে কুড়িগ্রাম ও ভোলা জেলার ১টি করে ২টি উপজেলা বেসরকারি গ্রন্থাগারে অনলাইন গ্রন্থাগার ও তথ্য সেবা কার্যক্রম চালুকরণ;
২. নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-সংশ্লিষ্ট আধুনিক যন্ত্রপাতি ও সফ্টওয়্যার সরবরাহ ও সংস্থাপনের মাধ্যমে সরকারি গণগ্রন্থাগারসমূহের আধুনিকায়ন ও সেবার মানোন্নয়ন;
৩. সরকারি গণগ্রন্থাগারসমূহের সেবা কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দেশের শিশু-কিশোর ও যুব সমাজকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সঠিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি এবং বিপদগামীতা থেকে রক্ষা করা। |
৬. |
ক্রমপুঞ্জীত ব্যয় |
: |
৪৯৬৭.৮৪ লক্ষ টাকা (৯৯.৩৪%)। |
৭. |
বাস্তবায়ন অগ্রগতি (%) |
: |
১০০% |
৮. |
সমাপ্তি তারিখ |
: |
৩০ জুন, ২০২৪। |