Wellcome to National Portal

Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুলাই ২০২৪

ইতিহাস ও কার্যাবলি

ইতিহাস

গণগ্রন্থাগার অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন একটি অধিদপ্তর-যার অধীনে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারসহ ৭১টি সরকারি গণগ্রন্থাগার পরিচালিত হচ্ছে। ১৯৫৪ সালের ০৫ ফেব্রৃয়ারি  কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির  ভিত্তি প্রস্তর স্থাপিত হয় এবং পরবর্তীতে ১৯৫৮ সালের ২২মার্চ ১০.০৪০টি পুস্তকের সংগ্রহ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংস্কৃতি বিভাগের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু হয়। ১৯৭৭ সালে লাইব্রেরিটি রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত বর্তমান স্থানে স্থানান্তরিত হয়।  ১৯৮৩ সনে বাংলাদেশ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিসহ তৎকালীন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার এবং জেলা পর্যায়ের  বাংলাদেশ পরিষদকে’  জেলা সরকারি গণগন্থাগার নামকরণ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীনে গণগ্রন্থাগার অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিটি পরবর্তীতে  বরেণ্য কবি সুফিয়া কামালের নামানুসারে  সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার, ৫৬টি, ৪টি শাখা সরকারি গণগ্রন্থাগার নামকরণ করা হয়।

 

কার্যাবলি

বিদ্যমান গণগ্রন্থাগারসমূহের জন্য পাঠক-চাহিদা মোতাবেক পাঠসামগ্রী সংগ্রহ, ডাটাবেস তৈরিকরণ, সংরক্ষণ ও বিতরণ;

পাঠাভ্যাস বৃদ্ধিকে উৎসাহিত করতে জাতীয় দিবসসমূহে বিভিন্ন প্রতিযোগিতা যেমন- রচনা,বইপাঠ, আবৃত্তি, চিত্রাংকন,কুইজ আয়োজন করা এবং পুরস্কার/সনদ প্রদান;

কর্মকর্তাও কর্মচারীদের অভ্যন্তরীণ দক্ষতা বৃদ্ধিকরণ;

পাঠকসেবা ও তথ্যসেবা বৃদ্ধিকরণ;

গবেষণা ও রেফারেন্স সেবা বৃদ্ধিকরণ;

পুস্তক লেনদেন সেবাকে আধুনিকরণ ;

অনলাইনে পুস্তক তালিকা জমা দেয়া এবং ই-বুক সেবা প্রদান;

বিভিন্ন প্রতিযোগিতায় অনলাইনে রেজিস্ট্রেশন করা;

লার্ণিং সেশনে বরেণ্য মনিষী ও গুনিজনদের নিয়ে আলোচনা করা;

১০

প্রতিযেগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা;

১১

সেবার মান উন্নয়নে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা;

১২

ভ্রাম্যমান লাইব্রেরি সেবায় নতুন পাঠক বৃদ্ধিকরণ ।