Wellcome to National Portal

Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুলাই ২০১৯

জেলা সরকারি গণগ্রন্থাগার, ব্রাহ্মণবাড়ীয়া

গ্রন্থাগার ভবন

ঠিকানা

অফিস প্রধান

জেলা সরকারি গণগ্রন্থাগার, ব্রাহ্মণবাড়ীয়া

 
লাইব্রেরিয়ান
জেলা সরকারি গণগ্রন্থাগার,
কুমার শীলের মোড়, ব্রাহ্মণবাড়ীয়া ।
ফোন: ০৮৫১-৬২৪৩০
মোবাইল: ০১৫১৭০৫৪৮৮
ই-মেইল: shiful.lemon@gmail.com

মো: সাইফুল ইসলাম লিমন
(লাইব্রেরিয়ান)

 

লাইব্রেরির সময়সূচি

শনিবার থেকে বুধবার সকাল ১০:০০ টা থেকে বিকেল ৬:০০ টা পর্যন্ত (বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি, অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ)

বইয়ের সংখ্যা

২৬,১৩১ টি

দৈনিক পত্রিকা
বাংলা: ১. প্রথম আলো  ২. জনকন্ঠ ৩. সমকাল  ৪. সংবাদ  ৫. যুগান্তর  ৬. দৈনিক ব্রাহ্মণবাড়ীয়া (স্থানীয়) ৭. ইত্তেফাক  ৮. কালের কণ্ঠ  ৯. বাংলাদেশ প্রতিদিন
ইংরেজি: The Daily Star
সাময়িকী
বাংলা: ১. সাপ্তাহিক-রোববার  ২.  মনোজগত ৩. কারেন্ট অ্যাফেয়ার্স ৪. সরগম  ৫. কিশোর আলো ৬. সাপ্তাহিক সাপ্তাহিক ৭.ত্রৈমাসিক ইতিহাসের খসড়া ।  
ইংরেজি:

বাঁধাইকৃত পত্রিকা ও সাময়িকী

পত্রিকা: ১.বাংলা (১৯৯৩-অক্টো./১৯৯৭) ২.  সংবাদ (নভে./১৯৯৭) ৩. ভোরের কাগজ (ডিসে./১৯৯৭-এপ্রিল/২০০৩) ৪. প্রথম আলো (মে/২০০৩-ফেব্রু./২০০৯).

সাময়িকী: ১.সাপ্তাহিক বিচিত্রা (১৯৯৩-১৯৯৭)  ২. রোববার (১৯৯৮-বর্তমান)

সম্প্রসারণমূলক কার্যক্রম

সর্বস্তরের জনসাধারণের পাঠাভ্যাস বৃদ্ধি এবং গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট করার নিমিত্ত গ্রন্থাগারে সম্প্রসারণমূলক কার্যক্রম যেমন:

বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা, পাঠ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা হয়। এছাড়া গ্রন্থ প্রদর্শনী, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন।

গ্রন্থাগার সেবা

১. পাঠক সেবা ২. রেফারেন্স সেবা ৩. সাম্প্রতিক তথ্যজ্ঞাপন সেবা ৪. পরামর্শ সেবা ৫. নির্বাচিত তথ্য বিতরণ সেবা ৬. তথ্য অনুসন্ধান সেবা  ৭. পুস্তক লেনদেন সেবা  ৮.ফটোকপি সেবা  ৯. উপদেশমূলক সেবা ১০. পুরাতন পত্রিকা সেবা।

ইন্টারনেট সেবা

বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা।

কার্যক্রম

বেসরকারি গণগ্রন্থাগারসমূহকে তালিকাভুক্তিকরণ/ রেজিস্ট্রেশন প্রদান করা।

ভবনের আয়তন

৫,০৮৮ বর্গফুট।

পাঠকক্ষের সংখ্যা

১(এক) টি।