Wellcome to National Portal

Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মার্চ ২০১৯

জেলা সরকারি গণগ্রন্থাগার, যশোর

গণগ্রন্থাগার ভবন ঠিকানা

অফিস প্রধান

জেলা সরকারি গণগ্রন্থাগার, যশোর

 
জেলা সরকারি গণগ্রন্থাগার, 
নাজির শংকরপুরযশোর
ফোনঃ ০৪২১-৬৮৫৫২ (অফিস)
মোবাইলঃ  ০১৭৩৯১০৫৩৭১
 ই-মেইল : pljessore@gmail.com    

মমতাজ খাতুন
( সহকারী লাইব্রেরিয়ান)

 

 

লাইব্রেরির সময়সূচি

শনিবার থেকে বুধবার সকাল ১০:০০ টা থেকে বিকেল :০০ টা পর্যন্ত (বৃহস্পতিবার শুক্রবার সাপ্তাহিক ছুটি, অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ)

বইয়ের সংখ্যা

 ৪০,৪২১

দৈনিক পত্রিকা

বাংলা:  ইত্তেফাক . প্রথম আলো . সমকাল . জনকন্ঠ . বনিক বার্তা . যুগান্তর . কালের কন্ঠ  . ইনকিলাব ৯. লোক সমাজ ১০. স্পন্দন

ইংরেজি:  The Daily Star

সাময়িকী

বাংলা:  রোববার  .   চাকুরীর খবর পাক্ষিক ক্রীড়াজগত  . সানন্দা   . অনন্যা . মাসিক মদিনা . কারেন্ট অ্যাফেয়ার্স .নতুন দিগন্ত ৯. কিশোর আলো  ১০. ইতিহাসের খসড়া।

বাঁধাইকৃত পত্রিকা সাময়িকী

পত্রিকা:  ইত্তেফাক  (১৯৯১-০৮দৈনিক সমকাল(২০০৯-১৭)

সাময়িকী: বিচিত্রা (১৯৯১-৯৬) সানন্দা (১৯৯৭-২০০০মদিনা (২০০১-০৬) .  রোববার (২০০৭-০৯) পাক্ষিক অনন্যা (২০১০-১৭)

সম্প্রসারণমূলক কার্যক্রম

সর্বস্তরের জনসাধারণের পাঠাভ্যাস বৃদ্ধি এবং গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট করার নিমিত্ত গ্রন্থাগারে সম্প্রসারণমূলক কার্যক্রম যেমন:

বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা, পাঠ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা হয়। এছাড়া গ্রন্থ প্রদর্শনী, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন।

গ্রন্থাগার সেবা

১. পাঠক সেবা ২. রেফারেন্স সেবা ৩. সাম্প্রতিক তথ্যজ্ঞাপন সেবা ৪. পরামর্শ সেবা ৫. নির্বাচিত তথ্য বিতরণ সেবা ৬. তথ্য অনুসন্ধান সেবা  ৭. পুস্তক লেনদেন সেবা  ৮.ফটোকপি সেবা  ৯. উপদেশমূলক সেবা ১০. পুরাতন পত্রিকা  সেবা।

ইন্টারনেট সেবা বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা।
কার্যক্রম বেসরকারি গণগ্রন্থাগারসমূহকে তালিকাভুক্তিকরণ/ রেজিস্ট্রেশন প্রদান করা।

ভবনের আয়তন

৫,০৫০ বর্গফুট

পাঠকক্ষের সংখ্যা

 (দুই) টি