Wellcome to National Portal

Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুলাই ২০১৯

জেলা সরকারি গণগ্রন্থাগার, মুন্সিগঞ্জ

গ্রন্থাগার ভবন

ঠিকানা

অফিস প্রধান

জেলা সরকারি গণগ্রন্থাগার, মুন্সিগঞ্জ

 

 

 

লাইব্রেরিয়ান
জেলা সরকারি গণগ্রন্থাগার
বাড়ী: ৫৪৪/২, পুরাতন কাচারী রোড, মুন্সিগঞ্জ
ফোন: ৭৬২০২১৫ মোবাইল: ০১৬৮৮৪২৩৮৮৩
ই-মেইল: librariandgpl.munshigong@gmail.com

 

রাফিয়া সুলতানা
( লাইব্রেরিয়ান)
 

লাইব্রেরির সময়সূচি

শনিবার থেকে বুধবার সকাল ১০:০০ টা থেকে বিকেল ৬:০০ টা পর্যন্ত (বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি, অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ)।

বইয়ের সংখ্যা

৩২,৩৭২টি

দৈনিক পত্রিকা

বাংলা: ১. সংবাদ  ২. ইত্তেফাক  ৩. প্রথম আলো  ৪. জনকন্ঠ ৫. যুগান্তর ৬. আজকের জীবন ৭. আলোকিত বাংলাদেশ  ৮. মানব জমিন ৯. মানবকণ্ঠ ১০. সমকাল  ১১. বাংলাদেশ প্রতিদিন ১২. কালের কন্ঠ ১৩. আমাদের সময় ১৪. আমার সংবাদ। ১৫. সভ্যতার আলো ১৬. মুন্সীগঞ্জের কাগজ .

ইংরেজি: The daily star

সাময়িকী

বাংলা: ১. সাপ্তাহিক ২. কারেন্ট  নলেজ৩ . কারেন্ট টাইমস ৪.কারেন্ট এফেয়ার্স ৫.কারেন্ট নিউজ ৬. কারেন্ট ওয়ার্ল্ড ৭.মনোজগত  ৮. কিশোরআলো ৯.চাকরির পত্রিকা ১০. কিশোর কন্ঠ ১১.রোববার.১২  আনন্দ ধারা  ১৩.কিশোরবাংলা ১৪ নি্উজ লেটার ১৫.ক্রিড়া জগৎ ১৬. অনন্যা ১৭.সমাজ নিরীক্ষা।

 ইংরেজি : Zero to Infinity.

বাঁধাইকৃত পত্রিকা ও সাময়িকী

বাংলা পত্রিকা:  দৈনিক সংবাদ (১৯৮২-চলমান)

সাময়িকী: সাপ্তাহিক রোববার (১৯৮২-২০১৫ পর্যন্ত)

সম্প্রসারণমূলক কার্যক্রম

সর্বস্তরের জনসাধারণের পাঠাভ্যাস বৃদ্ধি এবং গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট করার নিমিত্ত গ্রন্থাগারে সম্প্রসারণমূলক কার্যক্রম যেমন:

বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা, পাঠ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা হয়। এছাড়া গ্রন্থ প্রদর্শনী, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন।

গ্রন্থাগার সেবা

১. পাঠক সেবা ২. রেফারেন্স সেবা ৩. সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবা ৪. পরামর্শ সেবা ৫. নির্বাচিত তথ্য বিতরণ সেবা ৬. তথ্য অনুসন্ধান সেবা  ৭. পুস্তক লেনদেন সেবা  ৮.ফটোকপি সেবা  ৯. উপদেশ মূলক সেবা ১০. পুরাতন পত্রিকা সেবা।

ইন্টারনেট সেবা  বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা।
কার্যক্রম  বেসরকারি গণগ্রন্থাগারসমূহকে তালিকাভুক্তিকরণ/ রেজিস্ট্রেশন প্রদান করা।

ভবনের আয়তন

৬,১০৫ বর্গফুট।

পাঠকক্ষের সংখ্যা

১ (এক) টি।