Wellcome to National Portal

Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ জুলাই ২০১৯

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, সিলেট

গ্রন্থাগার ভবন ঠিকানা

অফিস প্রধান

 বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, সিলেট 

 
 
প্রিন্সিপ্যাল লাইব্রেরিয়ান-কাম-উপ-পরিচালক
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার
ষ্টেডিয়াম পূর্ব গেইট, সিলেট.
ফোন: ০৮২১-৭২৮১৭৮(অফিস)
মোবাইল: ০১৭১৬৬০২১৪০ 
ই-মেইল : sawkat1986@gmail.com  
ওয়েব সাইট : www.publiclibrary.gov.bd

মোঃ শওকত আলী​ 
(প্রিন্সিপাল লাইব্রেরিয়ান-কাম-উপপরিচালক)
 

পাঠকক্ষের সময়সূচি

শনিবার থেকে বুধবার সকাল ১০:০০ টা থেকে বিকেল ৬:০০ টা পর্যন্ত (বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি, অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ)।

বইয়ের সংখ্যা

৭৯,৪৬৪ খানা

দৈনিক পত্রিকা

বাংলা: ১. দৈনিক ইত্তেফাক  ২. প্রথম আলো  ৩. ইনকিলাব  ৪. যুগান্তর  ৫. জনকন্ঠ  ৬. সংবাদ ৭. সমকাল ৮. যায় যায় দিন ৯. মানবজমিন ১০. আমাদের সময় ১১. কালের কন্ঠ ১২. বাংলাদেশ প্রতিদিন ১৩. শেয়ার বিজ ১৪. সিলেটের ডাক ১৫. কাজীর বাজার ১৬. উত্তর পূর্ব ১৭। শুভ প্রতিদিন ১৮। যুগভেরী

ইংরেজি: 1. The Daily Star 2. New Age 3. The Daily Observer.

সাময়িকী

বাংলা : ১. সাপ্তাহিক রোববার ২. চাকরির খবর ৩. অনন্যা ( পাক্ষিক) ৪. শিক্ষাবর্তা ৫. মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স ৬. মাসিক মনোজগত ৭. সমাজ নিরীক্ষণ ৮. নিউজ লেটার  ৯. মাসিক নিরীক্ষা  ১০. সরগম  ১১. মাসিক উত্তরাধিকার  ১২. বাংলাদেশের হৃদয় হতে ১৩. নান্দীপাঠ ১৪. ব্যাক টু গড হেড ১৫. দেশ প্রসঙ্গ  ১৬. শিশু  ১৭. নতুন দিগন্ত  ১৮. ইতিহাসের খসড়া  ১৯. কালি ও কলম ২০. অগ্রদুত ২১. সাপ্তাহিক ২০০০।

ইংরেজি: 1. First News  2. Proshikhyan  3. The Journal of Social Studies.

বাঁধাইকৃত পত্রিকা ও সাময়িকী

পত্রিকা: ১. দৈনিক বাংলা  (জুলাই/১৯৯৩ হতে অক্টোবর/১৯৯৭ পযন্ত) ২. দৈনিক ইত্তেফাক  (এপ্রিল/১৯৯৮ হতে চলমান ) ৩. দৈনিক সিলেটের ডাক (এপ্রিল/২০১৫ হতে ১৮জুন ২০১৭)

সাময়িকী : ১. সুন্দরম ( মে/১৯৯০ হতে অক্টো/৯৭ ) ২. সাপ্তাহিক বিচিত্রা ( জানু./৯০ হতে অক্টো./৯৭ পর্যন্ত)  ৩. সাপ্তাহিক রোববার (এপ্রিল/৯৮ হতে চলমান)  ৪. বাংলাদেশ গেজেট (জানু./৯৫  হতে চলমান)।  

ইংরেজি: 1. Proshikhyan ( january2009 to Running)

 

গ্রন্থাগার সেবা

১. পাঠক সেবা ২. রেফারেন্স সেবা ৩. সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবা ৪. পরামর্শ সেবা ৫. নির্বাচিত তথ্য বিতরণ সেবা ৬. তথ্য অনুসন্ধান সেবা  ৭. পুস্তক লেনদেন সেবা  ৮.ফটোকপি সেবা ৯. উপদেশমূলক সেবা ১০. পুরাতন পত্রিকা সেবা ১১. সেমিনার কক্ষ সেবা

প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী   মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। 

সম্প্রসারণমূলক কার্যক্রম

সর্বস্তরের জনসাধারণের পাঠাভ্যাস বৃদ্ধি এবং গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট করার নিমিত্ত গ্রন্থাগারে সম্প্রসারণমূলক কার্যক্রম যেমন:

বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা, পাঠ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, পাঠচক্র প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা হয়। এছাড়া গ্রন্থ প্রদর্শনী, ওয়ার্কশপ এবং সেমিনারের আয়োজন।

ইন্টারনেট সেবা বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা।
কার্যক্রম বেসরকারি গণগ্রন্থাগারসমূহকে তালিকাভুক্তিকরণ/ রেজিস্ট্রেশন প্রদান করা।

ভবনের আয়তন

২০,৫২০ বর্গফুট. (৪র্থতলা বিশিষ্ঠ নিজস্ব ভবন)

পাঠকক্ষের সংখ্যা

৩ টি (সাধারণ+বিজ্ঞান ও রেফারেন্স+ শিশু কিশোর) এবং ২টি নামাজ কক্ষ (পুরুষ+মহিলা)

সিলেট স্থানীয় লেখকদের কর্তৃক প্রকাশিত পুস্তক সম্বলিত সিলেট কর্নার নামে ৩য় তলায় সাধারণ পাঠকক্ষে একটি কর্নার প্রদর্শন করা হয়েছে।

উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউ জেড জিপি) এর আতায় রিসোর্স কর্ণার খোলা হয়েছে। এখানে স্থানীয় সরকার সম্পর্কিত ও অন্যান্য বিধি সংক্রান্ত পুস্তকাদি এবং একটি কম্পিউটারসহ সেবা প্রদান করা হয়।