Wellcome to National Portal

Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুলাই ২০১৯

জেলা সরকারি গণগ্রন্থাগার, ভোলা

গ্রন্থাগার ভবন ঠিকানা

অফিস প্রধান

 জেলা সরকারি গণগ্রন্থাগার, ভোলা 

 
জেলা সরকারি গণগ্রন্থাগার
মধ্যচরনোয়াবাদ,পুলিশ লাইন রোড, ভোলা।
ফোন: ০৪৯১-৬১৭০৭ (অফিস) 
মোবাইল:০১৭১৭৩৮৮৯১৯
ই-মেইল: bhola.pbl.1982@gmail.com
ই-মেইল: bholapbl1982@gmail.com

মো: জালাল হোসেন
( লাইব্রেরি এ্যাসিসটেন্ট) 

 

লাইব্রেরির সময়সূচি

শনিবার থেকে বুধবার সকাল ১০:০০ টা থেকে বিকেল ৬:০০ টা পর্যন্ত (বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি, অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ)।

বইয়ের সংখ্যা

২৬,৮১৭ টি

দৈনিক পত্রিকা

বাংলা: ১. ইত্তেফাক  ২. ইনকিলাব  ৩. প্রথম আলো  ৪. যুগান্তর  ৫. জনকন্ঠ  ৬. সমকাল  ৭. কালের কন্ঠ ৮. বাংলাদেশ প্রতিদিন  ৯. যায় যায় দিন  ১০. বরিশাল বার্তা  ১১. আজকের ভোলা ।

ইংরেজি: The Daily Star.

সাময়িকী

বাংলা: ১..নিউজ লেটার  ২.মাসিক সরগম ৩. মাসিক শিক্ষাবার্তা।

াাবাঁধাইকৃত পত্রিকা ও সাময়িকী

বাংলা: ১. দৈনিক ইত্তেফাক (১৯৯৩- চলমান) ২. কালের কন্ঠ(মে/২০১৭-জুন/২০১৭)।

সম্প্রসারণমূলক কার্যক্রম

সর্বস্তরের জনসাধারণের পাঠাভ্যাস বৃদ্ধি এবং গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট করার নিমিত্ত গ্রন্থাগারে সম্প্রসারণমূলক কার্যক্রম যেমন:

বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা, পাঠ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা হয়। এছাড়া গ্রন্থ প্রদর্শনী, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন।

গ্রন্থাগার সেবা

১. পাঠক সেবা ২. রেফারেন্স সেবা ৩. সাম্প্রতিক তথ্যজ্ঞাপন সেবা ৪. পরামর্শ সেবা ৫. নির্বাচিত তথ্য বিতরণ সেবা ৬. তথ্য অনুসন্ধান সেবা  ৭. পুস্তক লেনদেন সেবা  ৮.ফটোকপি সেবা  ৯. উপদেশমূলক সেবা ১০.  পুরাতন পত্রিকা  সেবা।

ইন্টারনেট সেবা  বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা।
কার্যক্রম  বেসরকারি গণগ্রন্থাগারসমূহকে তালিকাভুক্তিকরণ/ রেজিস্ট্রেশন প্রদান করা।

ভবনের আয়তন

০.৩৩ একর

পাঠকক্ষের সংখ্যা

১ (এক)টি।